মাহ্‌দির আগমনের উদ্দেশ্যে বহু প্রার্থনা করতে হবে

আল্লাহ্ তালা তাঁর পবিত্র বইতে বলেছেন:

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَ دِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ (التوبة – 33)

“তিনিই তাঁর পয়গম্বরকে সঠিক দিকনির্দেশ এবং প্রকৃত ধর্মজ্ঞান সহ পাঠিয়েছিলেন যাতে তা অন্য সব ধর্মকে পরাজিত করতে পারে, তাতে অবিশ্বাসীদের দুঃখের কারণ ঘটলেও।”

পবিত্র কোরাণের ঘোষণা অনুসারে, ইসলাম অন্য সব ধর্মের উপর সম্পূর্ণভাবে বিজয় লাভ করবে এবং পৃথিবীতে এমন কোনো মানুষের অস্তিত্ব থাকবে না যে মহম্মদের (সা।) বাণীর অনুসারী নয়। যদিও এই ভবিষ্যৎ বাণীটি এখনো বাস্তবায়িত হয়নি, কিন্তু ভবিষ্যতে তা অবশ্যই হবে। প্রতিশ্রুত মাহ্দির আগমনের সঙ্গেই এই স্তবকটি এবং সকল ধর্মের উপর ইসলামের প্রকৃত ধর্মের প্রাধান্যের বিষয়ে ভবিষ্যৎ বাণীটি বাস্তবায়িত হবে। তবে মাহ্দির আগমন নির্ভর করছে আল্লাহ্ -এর ইচ্ছার উপর, এবং উপযুক্ত প্রেক্ষাপট তৈরী হলে আল্লাহ্ -এর আদেশেই তা ঘটবে।

মাহ্দির আগমনের পূর্বাভাস কেউই দিতে পারেন না, কিন্তু আগ্রহী ব্যক্তিরা সর্বক্ষণ ও প্রতি মুহূর্তে তাঁর আসার অপেক্ষায় থাকবেন। সেই কারণে, যাঁরা মাহ্দির অপেক্ষায় রয়েছেন এবং তাঁর আগমনের সাক্ষী হতে চান তাঁরা “বিজয় ত্বরান্বিত” করার উদ্দেশ্যে আরোও বেশী করে প্রার্থনা করবেন; অর্থাৎ তাঁরা আল্লাহ্ তালাকে বলবেন যাতে তিনি যেন প্রতিশ্রুত মাহ্দির উত্থানের প্রেক্ষাপট তৈরী করে দেন এবং তাঁর আগমনের পথের সব বাধা দূর করে দেন। সুতরাং, আমাদের, মুসলমানদের, কর্তব্য হল আল্লাহ্ তালার কাছে সব সময় হৃদয় থেকে অসংখ্য প্রার্থনা নিবেদন করা যাতে প্রতিশ্রুত মাহ্দির আগমন ত্বরান্বিত হয়। আর, এই প্রার্থনার সর্বোত্তম সময় হল: প্রতিটি বাধ্যতামূলক প্রার্থনার পর, ভোরে, সূর্যোদয়, সূর্যাস্ত এবং বৃষ্টির সময়।

এক্ষেত্রে উল্লেখ্য যে মানুষের প্রচেষ্টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ, প্রার্থনার সঙ্গে সঙ্গে আত্মশুদ্ধি, ধার্মিকতা, অপরের সেবা, প্রকৃত হাদিস প্রকাশনা, এবং মাহ্দির আগমনের প্রস্তুতির মত ধার্মিক কর্তব্যের পালনের মাধ্যমে মানুষ মাহ্দির আগমন ত্বরান্বিত করতে পারবেন।

মাহ্দি হলেন, প্রকৃতপক্ষে, দৈব সম্পত্তি। আমরা আশা করি প্রতিশ্রুত মাহ্দির পবিত্র উত্থানের মাধ্যমে আল্লাহ্ মানবজাতিকে ধন্য করবেন, তিনি আসবেন পয়গম্বরের আহ্ল- আল্- বায়াত এবং ফাতিমার উত্তরসূরীদের মধ্যে থেকে।

হে মুসলমান! মাহ্দির আগমন ত্বরান্বিত করার জন্য আল্লাহ্ তালার চরণে অসংখ্য প্রার্থনা নিবেদন কর কারণ তাতেই তোমার চূড়ান্ত মুক্তি।