• بسم الله الرَّحْمَنِ الرَّحِيمِ

    পরম করুণাময়, দয়াময় আল্লাহ্- এর নামে

  • اَللّـهُمَّ اَرِنيِ الطَّلْعَةَ الرَّشيدَةَ ، وَ الْغُرَّةَ الْحَميدَةَ

    হে আল্লাহ্! আমাকে সেই সাহসী মহামানবের মহত্ত্ব ও তাঁর প্রশংসনীয় ললাট দর্শন করাও

  • وَ اكْحُلْ ناظِري بِنَظْرَة منِّي اِلَيْهِ

    এবং তাঁর দর্শনের মাধ্যমে আমার দৃষ্টি উন্মোচিত কর

  • وَ عَجِّلْ فَرَجَهُ وَ سَهِّلْ مَخْرَجَهُ ، وَ اَوْسِعْ مَنْهَجَهُ وَ اسْلُكْ بي مَحَجَّتَه

    এবং তাঁর আবির্ভাব ত্বরান্বিত কর, ও তাঁর আগমন সহজতর কর, ও তাঁর পথ প্রশস্ত কর, এবং আমার পথপ্রদর্শন কর যাতে আমি তাঁর গতিপথ অনুসরণ করতে পারি

  • وَ اَنْفِذْ اَمْرَهُ وَ اشْدُدْ اَزْرَهُ ، وَ اعْمُرِ اللّـهُمَّ بِهِ بِلادَكَ ، وَ اَحْيِ بِهِ عِبادَكَ

    এবং তাঁর প্রভুত্ব প্রতিষ্ঠা কর, ও তাঁর পৃষ্ঠ দৃঢ় কর। হে আল্লাহ্, তাঁর মাধ্যমে তোমার ভূমিতে বসবাস কর, এবং তাঁর মাধ্যমে তোমার সেবকদের জীবনদান কর

  • فَاِنَّكَ قُلْتَ وَ قَوْلُكَ الْحَقُّ ، ظَهَرَ الْفَسادُ فِي الْبَرِّ وَ الْبَحْرِ بِما كَسَبَتْ اَيْدِي النّاس

    কারণ তুমিই একথা নিশ্চিতভাবে বলেছ (কোরাণে) এবং তোমার কথাই সত্য: “ভূমি ও সমুদ্রে দুর্নীতির আবির্ভাব ঘটেছে যা মানুষের হাতে অর্জিত”

  • فَاَظْهِرِ الّلهُمَّ لَنا وَلِيَّكَ،‌ وَ ابْنَ بِنْتِ نَبِيِّكَ الْمُسَمّى بِاسْمِ رَسُولِكَ (صَلّى اللّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ سَلّمَ)

    হে আল্লাহ্! তাই তোমার মিত্রের দর্শন ঘটাও, যিনি তোমার পয়গম্বরের কন্যার পুত্র, যাঁর নাম তোমার দূতেরই (সা।) নামে

  • حَتّى لا يَظْفَرَ بِشَيْء مِنَ الْباطِلِ اِلّا مَزَّقَهُ ، وَ يُحِقَّ الْحَقَّ وَ يُحَقِّقَهُ

    তিনি কোনো মিথ্যার আশ্রয় নেবেন না বরং তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবেন, এবং সত্যকে প্রতিষ্ঠা ও সুনিশ্চিত করবেন

  • وَ اجْعَلْهُ اَللّـهُمَّ مَفْزَعاً لِمَظْلُومِ عِبادِكَ وَ ناصِراً لِمَنْ لا يَجِدُ لَهُ ناصِراً غَيْرَكَ

    হে আল্লাহ্, তাঁকে তোমার নিপীড়িত সেবকদের আশ্রয় করে তোলো এবং তুমি ছাড়া যাদের কোনো সহায় নেই তদের সহায়ক করে তোলো

  • وَ مُجَدِّداً لِما عُطِّلَ مِنْ اَحْكامِ كِتابِكَ ، وَ مُشَيِّداً لِما وَرَدَ مِنْ اَعْلامِ دينِكَ وَ سُنَنِ نَبِيِّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَ آلِهِ

    এবং তাঁকে তোমার বইয়ের স্থগিত হয়ে যাওয়া নীতিগুলির পুনরুজ্জীবক (করে তোলো), এবং তোমার ধর্মের চিহ্নগুলির এবং পয়গম্বর (সা।) ও তাঁর পরিবারের ঐতিহ্যগুলির পুনর্বলবৎকারক করে তোলো

  • بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

    [এ সকলই কর] তোমার করুণার নামে; হে পরম করুণাময়।